Knowledge Gain,

Friday, September 20, 2013

Network meter free download.



বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু আমাদের কম্পিউটার এর আইপি কত? আমাদের ইন্টারনেট এর ডাউনলোড এবং আপলোড গতি কত? টা জানিনা।
আজ আমি এমন এক সফটওয়্যার এর কথা আপনাদের কাছে বলবো (অনেকে হইত জানেন) যারা জানেন না তাদের জন্য।
এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর আইপি ঠিকানা, ডাউনলোড এবং আপলোড গতি জানতে পারবেন।

Tuesday, September 17, 2013

Income through the adf.ly



আপনি খুব সহজে adf.ly এর মাধ্যমে ইনকাম করতে পারেন। টার জন্য আপনার একটা Web Site থাকতে হবে। আর তারপর শুরু করা যাবে ইনকাম। ইনকাম করার জন্য আপনাকে তেমন কোন কিছু করা লাগবেনা। আপনি এয় পদ্ধতি তে প্রচুর ইনকাম করতে পারবেন খুব সহজে।
কথা বারিয়ে আর লাভ নাই, এখন শুরু করা যাক। কিভাবে আপনি adf.ly এর মাধ্যমে ইনকাম করবেন।
প্রথমে আপনার Web Site থাকতে হবে বলেছি। আর আপনি এখন চিন্তা করছেন যে, আপনার Web Site নাই আর আপনাকে ইনকাম করার কথা বলছি। আর Web Site বানাতে তো টাকা খরচ হয়। আপনি কিভাবে ইনকাম করবেন তাই তো। কোন চিন্তা নাই। আপনি চাইলে blogspot.com থেকে Free তে Web Site বানাতে পারেন। আর কিভাবে বানাবেন তা আজ আর আমি বলবোনা। কিভাবে বানাবেন একটু কষ্ট করে blog সম্পর্কে Google Search দেন। তাহলে অনেক তথ্য পাবেন।